
Google Book Partner Program নামের বিনামুল্যের এই সেবার জন্য আপনাকে তাদের সাইটে গিয়ে একটি ফরম পুরন করতে হবে। সাথেসাথে আপনি তাদের সদস্য হয়ে গেলেন। তাদের সার্চে আপনার বই যোগ হবে, আপনার বইয়ের বর্ননা প্রচার হবে বই বিক্রির জন্য যেসব সাইট সবচেয়ে খ্যাতনামা তাদের সাইটে। ফলে পাঠক যেমন সহজে আপনার বই খুজে পাবে তেমনি বিক্রি বাড়বে।
আপনার বইয়ের স্বত্ব আপনারই থাকবে। বইতে ঠিক কি আছে পাঠককে জানানোর জন্য কয়েকটি পৃষ্ঠা পড়ার সুযোগ দেয়া হবে। গুগল প্রিভিউ নামে তাদের কোড একাজ করবে। আপনার সাইটের ভিজিটর বইয়ের ভেতরে কি আছে জেনে নেয়ার সুযোগ পাবে।
আর আপনার বই কি পরিমান বিক্রি হল থেকে শুরু করে সবধরনের তথ্য জানার সুযোগ পাবেন যে কোন সময়।
এজন্য রেজিষ্ট্রেশন করতে হবে এখানে : www.books.google.com
Post a Comment