News Update :
Home » » আজই একটি অ্যাকাউন্ট খুলুন হয়ত কোনদিন কাজে দিবে(বিটকয়েন)।

আজই একটি অ্যাকাউন্ট খুলুন হয়ত কোনদিন কাজে দিবে(বিটকয়েন)।

Penulis : Unknown on Saturday, 20 September 2014 | 14:43

বিটকয়েন কিনে লাখপতি হয়েছেন নরওয়ের ক্রিস্টোফার কোচ৷ চার বছর আগে কেনাবিটকয়েন দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন তিনি৷ রাজধানী অসলোর কেন্দ্রেকিনেছেন একটি অ্যাপার্টমেন্ট৷ দাম যার ১ লাখ ৩৫ হাজার ইউরো!

বয়স মাত্র ২৯ বছর৷ প্রকৌশলী ক্রিস্টোফার কোচের স্বপ্ন ছিল একটিঅ্যাপার্টমেন্ট কেনার৷ অদ্ভুতভাবে কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর৷ চারবছর আগে কিনেছিলেন ২৪ ডলার মূল্যের ৫,০০০ বিটকয়েন৷ এ বছরের এপ্রিলে হঠাৎতাঁর চোখ পড়ে একটি প্রতিবেদনে, যেখানে লেখা ছিল বিটকয়েনের মূল্য বেড়েছে৷ এতদিন এ সম্পর্কে কোনো খেয়াল না করায় ভুলে বসেছিলেনপাসওয়ার্ড – যা মনে করতে তাঁর সময় লেগেছিল পুরো একটা দিন৷ এরপর যখনপাসওয়ার্ড মনে পড়ল, তখন বিটকয়েনগুলো অর্থে পরিবর্তন করতে গিয়ে দেখেন এগুলোরদাম দাঁড়িয়েছে ৫ লাখ ইউরোতে৷ এর থেকে ১ লাখ ৩৫ হাজার ইউরো খরচ করে কিনেফেলেছেন অ্যাপার্টমেন্ট৷
এই খবরটি আমার বাননো না এটি DW.DE এর খবর বিশ্বাস না হলে এই লিঙ্কে দেখেন  http://www.dw.de
এখন কথা হল কিভাবে বিটকয়েন আয় করবেন?বিটকয়েন আয়ের অনেক পথ আছে কিন্তু যারা ঝামেলা পছন্দ করেন না তাদের জন্য বিটকয়েন আয়ের সবচেয়ে ঝামেলাহীন  একটি সাইট এর কথা বলব যেখানে শুধু একটা অ্যাকাউন্ট খুলে রাখলেই হল প্রতিদিন আপনার অ্যাকাউন্টে বিটকয়েন যোগ হতে থাকবে আপনাকে আর কখনও ঐ সাইটে না প্রবেশ করলেও হবে।হয়ত বা ৫ বছর পর এইরকম একটা খবরের অংশ ও হয়ে যেতে পারেন তাহলে এক মিনিট সময় নষ্ট করে কেন একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন না? অ্যাকাউন্ট খুলতে ক্লিক করুন এখানেimages
এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ প্রথমে সাইটে প্রবেশ করে সাইন আপ এর স্থানে আপনার ইমেইল এবং নিচে প্রদর্শিত কোড নাম্বার টি দিন তাহলেই কাজ শেষ আপনার ইমেইল এ একটা ইমেইলে একটা অ্যাক্টিভেশন কোড যাবে।তাদের লিঙ্কটা নতুন একটা ট্যাবে কপি পেস্ট করে এন্টার দিয়ে যে পেইজ টা আসবে সেখানে  অ্যাক্টিভেশন কোড কপি পেস্ট করে দিলেই কাজ শেষ।
এখন প্রতিদিন আপনাকে মেইলে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে কত জমা হয়েছে।। তাহলে আজই একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন……।
Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger