News Update :
Home » » ফ্রিলান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়

ফ্রিলান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়

Penulis : Unknown on Friday, 19 September 2014 | 20:18

ফ্রিল্যান্সিং কাজে কন্ট্রাক্ট হচ্ছে যিনি কাজ করেন। আপনি ফ্রিলান্সার সাইটের সদস্য হয়ে কাজের জন্য আবেদন করলেন, কাজ করলেন, টাকা পেলেন। এখানে আপনি কন্ট্রাক্টর। বেশকিছু কারনে আপনি সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে আয় বাড়াতে পারেন।

হয়তো আপনার হাতে এমন কাজ রয়েছে যা এত দ্রুত দেয়া প্রয়োজন যে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় কি করতে পারেন?
আপনি আরেকজন কন্ট্রাক্টরকে কাজটির জন্য পরামর্শ দিতে পারেন। এর ফল হবে পরবর্তীতে কাজ সরাসরি তারকাছেই যাবে। বিষয়টি অনেকটা ব্যবসায়িক প্রতিযোগিতার মত। আপনার ক্রেতাকে যদি অন্য ব্যবসায়ীর কাছে যেতে দেন সে আপনার কাছে আসবে না।

অথচ আপনি নিজেই কাজটির দায়িত্ব নিতে পারেন। কাজ করাতে পারেন আরেকজনকে দিয়ে যার সাহায্যে কাজ হবে কিন্তু সে নিজে কন্ট্রাক্টর না। আপনি কন্ট্রাক্ট নিচ্ছে, কাজ করাচ্ছে একাধিক ব্যক্তিকে দিয়ে। তদারকির দায়িত্ব আপনার। ফল হিসেবে আপনি অনেক বড় এবং বেশি টচাকার কাজ করার সুযোগ পাবেন।
আর কাজ যদি হয় আর্টিকেল লেখা, ছবি উঠানো তাহলে আপনি অনেককেই আগে থেকে একাজে নিয়োগ দিতে পারেন। আপনার হয়ত একবার চোখ বুলিয়ে কপি-পেষ্ট করাই যথেষ্ট। তারা খুশি হবে কাজের বিনিময়ে অর্থ পেয়ে, আপনিও মধ্যস্থতা করে বড় অংকের লাভের মুখ দেখবেন।
Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger